বিনোদন প্রতিবেদক

  ০৮ নভেম্বর, ২০১৯

‘সৃষ্টি সুখের উল্লাসে’ মুজিব পরদেশী

মুজিব পরদেশী বাংলাদেশি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। বাবা পাকিস্তানের করাচিতে ব্যবসা করতেন। মুজিব পরদেশীর জন্ম করাচিতেই। ১৯৬৫ সালে ১১ বছর বয়সে ঢাকায় চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। করাচিতে ওস্তাদ আশিক আলীর কাছে শৈশবেই তবলা শেখা শুরু করেন। ওই সময়েই শাস্ত্রীয় সংগীতে তালিম নেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহর কাছে। তিনি দীর্ঘদিন গান করেছেন লোকগীতির কিংবদন্তি আবদুল আলীমের সঙ্গে। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন মুজিব পরদেশী। গেয়েছেন গণমানুষের গান। জিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘সৃষ্টি সুখের উল্লাসে’ এবারের পর্বে অতিথি হয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুজিব পরদেশী। সংগীতের প্রতি ভালোবাসা, সুরের মায়া তাকে প্রতিষ্ঠিত করেছে এক শ্রুতিমাধুর্যপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে। তার সংগীতজীবনের যত কথা এবং সংগীতের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন জিটিভির এ অনুষ্ঠানে। কবি ও উপস্থাপক রেজাউদ্দিন স্টালিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম সাইফ। আজ রাত ৯টায় অনুষ্ঠানটি জিটিভিতে প্রচারিত হবে

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close