বিনোদন প্রতিবেদক

  ১৬ আগস্ট, ২০১৯

আইয়ুব বাচ্চুর ‘ভাবসূত্র’

প্রকাশ পাচ্ছে কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর কণ্ঠের একটি গান। শিরোনাম ‘ভাবসূত্র’। গানটি ২০০৪ সালে প্রকাশিত ‘ফিসফাস ফিস’ শিরোনামের অ্যালবামের জন্য করা হয়েছিল। তবে বিশেষ কারণে গানটি শেষ পর্যন্ত অ্যালবামে যায়নি। দীর্ঘ ১৫ বছর পর লিরিক্যাল ভিডিওতে গানটি প্রকাশ পেতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। গীতিকবি মারজুক রাসেলের কথায় গাওয়ার পাশাপাশি গানটির সুর সংগীতায়োজনও করেন আইয়ুব বাচ্চু। গানটির এডিট ও রি-মাস্টার করেছেন আনিসুজ্জামান আনিস।

এই গান প্রসঙ্গে সাউন্ডটেক কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘অ্যালবাম প্রথার সময়ে আমরা অনেক গানই রেখে দিতাম পরবর্তীতে ছাড়ার জন্য। এই গানটিও ছাড়ব ছাড়ব করে ছাড়া হয়নি। এটাও স্পষ্ট, গান নিয়ে কোনো ঝামেলা নেই। গীতিকবি মারজুক রাসেলের সঙ্গে কথা বললে এই বিষয়ে নিশ্চিত হতে পারবেন। আর গানটি বেশ ভালো। আশা করি গানটি বাচ্চুর ভক্ত-অনুরাগীরা ভালোভাবেই গ্রহণ করবেন।’

আজ শুক্রবার সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close