বিনোদন প্রতিবেদক

  ১৭ জুলাই, ২০১৯

তামান্না প্রমির উপস্থাপনায় ‘গানে গানে আড্ডা’

২০০৯ সালে এনটিভি আয়োজিত রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডার বিজয়ী হয়ে পরিচিতি পান সংগীতশিল্পী তামান্না প্রমি। সেই চার বছর বয়স থেকেই মায়ের কাছে তার সংগীতে হাতেখড়ি। ছয় বছর বয়স থেকেই শাস্ত্রীয় সংগীতে তার আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়। পাশাপাশি গান শিখেছেন ছায়ানটেও। প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম প্রাপ্তি। সংগীতের বাইরেও বর্তমানে বাংলা টিভির সাপ্তাহিক ‘গানে গানে আড্ডা’ শিরোনামের একটি সংগীত অনুষ্ঠানের উপস্থাপনা করছেন প্রমি।

অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে বাংলা টিভিতে প্রচারিত হচ্ছে। যার প্রথম পর্ব প্রচারিত হয় গত সোমবার। এদিকে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও স্টেজ শোতে নিয়মিত গান করছেন প্রমি। যিনি এরই মধ্যে দেশের বিভিন্ন সংগীতানুষ্ঠানের সঙ্গে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, দুবাই ও ভারতেও কয়েকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close