বিনোদন প্রতিবেদক

  ০২ জুলাই, ২০১৯

‘প্রেম তুমি আমি’

অবসরপ্রাপ্ত জেনারেল মঈন আহমেদের বড় মেয়ের বিয়ের আয়োজন চলছে। সবাই খুব ব্যস্ত। বাড়ির ছোট মেয়ে সুকন্যা। খুব দুষ্টু প্রকৃতির। পুরো বাড়িটা সে একাই মাতিয়ে রাখে। তার প্ল্যান থাকে হলুদের দিন নাচ হবে। নাচের টিম তার ভার্সিটির বন্ধুরা।

সুকন্যা ফোনে কথা বলছে নাচের বন্ধুদের সঙ্গে। কি নাচ হবে জানিয়ে দিচ্ছে। সুকন্যার ইচ্ছা পুরো বাঙালি ঘরানার নাচ হবে বড় আপুর বিয়ের আয়োজনে। হঠাৎ কে যেন বলে ওঠেÑ নাহ, নাচ হবে মর্ডান। ধুমধারাক্কা! সুকন্যা প্রথমে বুঝতে না পারলেও পরে ঘাড় ঘুরিয়ে দেখে পাশে থেকে তার ফুফাতো ভাই কাব্য বলছে মর্ডান নাচের কথা। সুকন্যার ছোট ফুফুর ছেলে কাব্য। পড়াশোনায় ভালো। ভার্সিটিতে পড়ে দুজনেই। বাবা মারা যাওয়ার পর মা-ই তাকে অনেক কষ্টে বড় করে। হলুদের আয়োজনে কি নাচ হবে তা নিয়ে দুজনের মধ্যে তর্ক বাধে। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘প্রেম তুমি আমি’ শিরোনামের একটি একক নাটকের দৃশ্যপট। কাব্য হাসানের কাহিনিতে নাটকটির চিত্রনাট্যের পাশাপাশি নির্মাণ করেছেন হাসান রেজাউল। এতে কাব্য চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। সুকন্যা চরিত্রে আছেন মেহজাবিন চৌধুরী। এছাড়াও অভিনয় করেছেন ফখরুল বাসার মাসুম, সুরভী সামরিন, ওয়ালিউল হক রুমী, সহিদ উন নবী, ইভান সাইরসহ অনেকে।

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদুল আজহায় নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close