বিনোদন প্রতিবেদক

  ০৯ জানুয়ারি, ২০১৯

নিলয়-মিথিলা-তাবাসুমের ‘এখানেই বসন্ত’

মাহি ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। কক্সবাজার তাদের অফিসিয়াল একটি প্রজেক্টের ওপর ব্যাংক লোন পাস করানোর জন্য সে তার এক বান্ধবী মুনিয়া এবং তার সহকারী আরিফসহ কক্সবাজারের একটি রিসোর্টে ওঠে। মাহি আরিফকে প্রায়ই ধমকের ওপর রাখে। আরিফও চুপচাপ সব কাজ করে যায়। মজার বিষয় হলো রিসোর্টে আরিফকে মাহির ব্যাগ টানা থেকে শুরু করে মাহির অর্ডার পালন করতে দেখে রিসোর্টের স্টাফরা একটু অবাক চোখে তাকায়। এমনকি আরিফকে সামনে দেখলে তারা দাঁড়িয়ে যায়। মাহি তার প্রজেক্ট নিয়ে ঘোর টেনশনে থাকে। যদি একটু ভুল কিছু হয়ে যায় তাহলে অফিসে তার বদনাম হয়ে যাবে। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মিটিং করার সময়ও আরিফের সামনে তারা বসতে দ্বিধা বোধ করে। মাহি এসব কিছুই খেয়াল করে না। অন্যদিকে, মাহির বান্ধবী মুনিয়া আরিফের প্রতি দুর্বল হতে শুরু করে। আরিফকে তার ভালো লেগে যায়। আরিফের সঙ্গে প্রায়ই কথা বলার চেষ্টা করে। আরিফ বুঝতে পেরে একটু এড়িয়ে যায়। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘এখানেই বসন্ত’ শিরোনামের একক নাটকটি। এস সিরাজীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। অভিনয় করেছেন নিলয় আলমগীর, মিথিলা, নজরুল রাজ, তাবাসুম মিথিলাসহ অনেকে।

এরই মধ্যে শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close