বিনোদন প্রতিবেদক

  ১৩ নভেম্বর, ২০১৮

প্লে-ব্যাকে প্রথম ইউসুফ আহমেদ খান

প্রায় দশ বছর ধরে পেশাগতভাবে গান গেয়ে যাচ্ছেন ওস্তাদ ইয়াকুব আলীর সুযোগ্য সন্তান ইউসুফ আহমেদ খান। তবে এবারই প্রথম তিনি কোনো সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। শহীদুল হক খানের নির্মাণাধীন সিনেমা ‘যুদ্ধ শিশু’তে তিনি প্রথমবারের মতো প্লে-ব্যাক করেছেন। গানের কথা হচ্ছে ‘মাগো তোমায় আমি দুচোখ ভরে দেখতে চাই।’ গানটির সুর করেছেন কিংবদন্তি সংগীত পরিচালক শেখ সাদী খান এবং সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো প্লে-ব্যাকে কণ্ঠ দেওয়া এবং শেখ সাদী খানের সুরে গান গাওয়ার বিষয়টিকে সংগীত জীবনের অনেক বড় অর্জন হিসেবে বিবেচনা করছেন ইউসুফ আহমেদ খান। ইউসুফ বলেন, ‘যদিও গানটি এখনো প্রকাশ হয়নি, কিন্তু যারাই আমার কাছে গানটি শুনছেন তারাই বলছেন গানটি খুবই ভালো হয়েছে। আমি কৃতজ্ঞ পরিচালক শহীদুল হক খান স্যার এবং আমাদের সংগীতাঙ্গনের গর্ব শেখ সাদী খান স্যারের কাছে। তারা দুজন আমাকে জীবনে প্রথম প্লে-ব্যাক করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমি অন্তর দিয়ে গানটি গেয়েছি। এদিকে নতুন আরো দুটি মৌলিক দ্বৈত গানের কাজ প্রায় শেষ করেছেন ইউসুফ আহমেদ খান। দিঠির সঙ্গে ‘চিঠি হয়ে উড়ে যা’ এবং প্রিয়াঙ্কা গোপের সঙ্গে ‘কেন প্রশ্ন করিনি’ গান দুটির সংগীতায়োজনের কাজ শেষ। শুধু দিঠি এবং প্রিয়াঙ্কা কণ্ঠ দিলেই গানের বাকি কাজ শেষ হয়ে যাবে। দুটি গানই লিখেছেন সাখাওয়াত হোসেন মারুফ। দিঠির গানের সুর সংগীতায়োজন করেছেন মারুফ এবং প্রিয়াঙ্কার সঙ্গে গানটির সুর করেছেন মারুফ। সংগীতায়োজন করেছেন ইউসুফ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close