বিনোদন প্রতিবেদক

  ০৮ অক্টোবর, ২০১৮

ঢাবি নাটমন্ডলে ‘ম্যাকবেথ’

আগামীকাল থেকে ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় মঞ্চে আসছে ‘ম্যাকবেথ’। উইলিয়াম শেকসপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত এই নাটকটি নির্দেশনা দিচ্ছেন ড. ইসরাফিল শাহীন। ঢাবি নাটম-লে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন নাটকটির মঞ্চায়ন হবে। নাট্য প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। যার পরিকল্পনা সহযোগিতায় আছেন বিভাগীয় শিক্ষক তানভীর নাহিদ খান ও মহসিনা আক্তার। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এমএ সমাপনী সেমিস্টারের শিক্ষার্থী অভিনীত ‘ম্যাকবেথ’ নাটকটির মোট আটটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আগামী ৯, ১০, ১১ ও ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা এবং ১২ ও ১৩ অক্টোবর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে। নাটকটিতে এমএ ছাত্রছাত্রীদের পাশাপাশি অনার্স দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার ও ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরাও অভিনয় ও ডিজাইনে অংশ নিয়েছেন। ম্যাকবেথ নাটকটির প্রতিটি প্রদর্শনীতে আসন সংখ্যা মাত্র ৮৫টি এবং টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ ও ২০০ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close