বিনোদন প্রতিবেদক

  ১৭ এপ্রিল, ২০১৮

শিল্পী খালিদ হোসেন হাসপাতালে

শিল্পী ও নজরুল গবেষক খালিদ হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল দুপুরে তার একমাত্র ছেলে আসিফ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, ‘হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট থেকে সকালে তাকে পোস্ট অপারেটিভ সেন্টারে নেওয়া হয়েছে।’ কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তিনি প্রথমে সিসিইউতে ছিলেন। হার্টের গুরুতর সমস্যা নিয়ে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানান আসিফ। প্রফেসর ডা. আলী হোসেনের তত্ত্ব¡াবধানে তিনি ভর্তি রয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে আসিফ বলেন, ‘এখন খুব সেøালি ইমপ্রুভ করছে। এ ধাক্কা সহ্য করতে পারলেও পরবর্তী ধাক্কা সহ্য করতে পারবেন কিনা তা বলা যাচ্ছে না’। খালিদ হোসেন নজরুলগীতির একজন বিখ্যাত শিল্পী ও গবেষক। সংগীতে বিশেষ অবদানের জন্য সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। ১৯৪০ সালের ৪ ডিসেম্বর কলকাতায় জন্ম খালিদ হোসেনের। পাঁচ দশক ধরে বাংলাদেশে নজরুলগীতির শিক্ষক, গবেষক ও শুদ্ধ স্বরলিপি প্রণয়নে কাজ করেছেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে সংগীত নিয়ে প্রশিক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন। নজরুল ইনস্টিটিউটে নজরুলসংগীতের আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist