বিনোদন প্রতিবেদক

  ২৩ জানুয়ারি, ২০১৮

নিয়মিত কাজ করতে চান নওশাবা

হাল আমলের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ছোট ও বড় উভয় পর্দাতেই অভিনয় প্রতিভার দ্যুতি ছড়িয়েছেন তিনি। ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে সিনথিয়া চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি অরিন্দম শীল পরিচালিত যৌথ প্রযোজনার ‘বালিঘর’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন নওশাবা।

কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস থেকে নির্মিত হচ্ছে ‘বালিঘর’। এই ছবিতে নওশাবার চরিত্রের নাম জয়া। যেখানে সে খুব শুভ্র একটা মেয়ে। যে কিনা নিজের ভালোলাগার চেয়ে অন্যের ভালো লাগাকে গুরুত্ব দেয় বেশি। গতকাল একটি অনলাইন মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জয়া চরিত্র প্রসঙ্গে নওশাবা বলেন, ‘আমার মনে হয়, কমবেশি অনেক মেয়ে জয়ার সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন। তাই সেই চরিত্রটি থেকে আমিও অনেক কিছু শিখেছি।’

‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাসটি প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন আমাকে অরিন্দম শীল চলচ্চিত্রটিতে অভিনয়ের প্রস্তাব দেন, তখনই তিনি এই উপন্যাসটি আমাকে পড়তে বলেন। আর ছবির চিত্রনাট্য পড়েছি সম্প্রতি। পরিচালক নিজে আমাদের সঙ্গে বসে চিত্রনাট্য বুঝিয়ে দিয়েছেন। কিছু কিছু চরিত্রের অভিনয় তিনি নিজেই করে দেখিয়েছেন। এখানে আমার অন্য ধরনের অভিজ্ঞতা হয়েছে। শিগগির ছবির শুটিং শুরু হবে।’

‘বালিঘর’ ছবিতে অভিনয়ের প্রস্তাব প্রসঙ্গে নওশাবা বলেন, পরিচালক অরিন্দম শীল আমার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি দেখেছেন। এরপর তিনি আমার পরিচিত অনেকের সঙ্গে আমাকে নিয়ে কথা বলেছেন। আমার সম্পর্কে ভালোভাবে জেনে তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি এ রকম ভালো ছবির প্রস্তাব হাতছাড়া করতে চাইনি। নাটকে কম অভিনয় করা নিয়ে তিনি বলেন, প্রথমত সময় পাই না। পরিবারকে বেশি সময় দিই। আর সত্যি বলতে, ভালো গল্পের চিত্রনাট্য পাওয়া এখন অনেক কঠিন। ভালো চিত্রনাট্য পেলেও কিছু পরিচালক শুটিংয়ের একদিন আগে বাসায় স্ক্রিপ্ট পাঠান। আসলে আমি এত ভালো অভিনেতা নই যে, একদিন আগে চিত্রনাট্য পড়ে পরদিন শুটিং করতে পারব। এ জন্য কম কাজ করা হচ্ছে। এখন শুধু ‘সাত ভাই চম্পা’ নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং করছি। এখানে একজন ‘রাজকন্যা’ চরিত্রে আমি অভিনয় করছি।

দুরন্ত টেলিভিশনের ‘স্বপ্ন আঁকার দল’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক নওশাবা চলতি বছরে অন্যান্য পরিকল্পনা সম্পর্কে বলেন, বড়পর্দাকে অনেক প্রাধান্য দিতে চাই। ভালো গল্প পেলে চলচ্চিত্রেই নিয়মিত কাজ করার আগ্রহ রয়েছে আমার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist