বিনোদন প্রতিবেদক

  ১১ জানুয়ারি, ২০১৮

কাঙাল হরিনাথকে নিয়ে চলচ্চিত্র

সাংবাদিকতার প্রবাদপুরুষ কাঙাল হরিনাথকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন রিয়াজুল রিজু। ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম রেজা। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই জুটির নতুন চলচ্চিত্র কাঙাল হরিনাথকে নিয়ে। চলচ্চিত্রটির নাম দেওয়া হয়েছে ‘কাঙাল’। সরকারি অনুদানের জন্য ছবিটির চিত্রনাট্য জমা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে নির্মাতা রিয়াজুল রিজু বলেন, ‘কাঙাল হরিনাথ একজন বিপ্লবী, সাংবাদিকতার প্রবাদপুরুষ। তার জীবনের অনেক গল্প আমাদের অজানা। সিনেমায় আমরা গুরুত্ব দিতে চেয়েছি হরিনাথের সাংবাদিক জীবন ও বিপ্লবের গল্প। সরকারি অনুদানের জন্য ছবিটি জমা দিয়েছি। তাই অনুদান ঘোষণার আগ পর্যন্ত ছবিটির শুটিং শুরু করতে পারছি না। ছবিটি নিয়ে আমার বিশেষ পরিকল্পনা রয়েছে।’ এই চলচ্চিত্রের কাহিনিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। যেমন : রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবী ঈশান রায়, লালন সাঁই, রবীন্দ্রনাথের বাবা মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর ও মীর মশাররফ হোসেন। ফলে অনেক ভেবে চরিত্র নির্বাচন করতে হচ্ছে। প্রাথমিক একটা তালিকাও করা হয়েছে জানালেন নির্মাতা।

কাঙাল হরিনাথ কুষ্টিয়া জেলার গড়াই তীরবর্তী কুমারখালী গ্রামে ১২৪০ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তবে কুষ্টিয়াতে এই ছবির শুটিং হবে না। কারণ দীর্ঘ সময়ের ব্যবধানে কুষ্টিয়ার পারিপার্শ্বিক অনেক কিছুই বদলে গেছে। এ জন্য অজপাড়াগাঁ বেছে নেওয়ার পরিকল্পনা করেছেন রিজু। এ ক্ষেত্রে ময়মনসিংহের গারো পাহাড় এলাকা, টাঙ্গুয়ার হাওর প্রাথমিকভাবে ভেবেছেন এই নির্মাতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist