নাটোর প্রতিনিধি

  ০৭ ডিসেম্বর, ২০১৮

নাটোর-১

আ.লীগের চূড়ান্ত মনোনয়নের দাবিতে বিক্ষোভ

নাটোর-০১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আ.লীগ থেকে দুজন প্রার্র্থীকে মনোনয়ায় দেওয়ায় হয়েছে। তাদের মধ্যে শহিদুল ইসলাম বকুলের একক প্রার্থীতা নিশ্চিত করার দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে সমর্থকরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নারী-পুরুষ কাফনের কাপড় গায়ে দিয়ে বাগাতিপাড়ার মালঞ্চি রেল স্টেশনের আশে পাশে জড়ো হয়ে মালঞ্চি বাজার এবং মালঞ্চি রেল স্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। ঘন্টাব্যাপী অবস্থানকালে বকুলের সমর্থনে স্লোগান দেন, এবং বকুলের একক প্রার্থীতা নিশ্চিত করার দাবি জানান। এ সময় মালবাহী একটি ট্রেন মালঞ্চি স্টেশনে পৌঁছালে ট্রেনটি অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ অবস্থানকারীদের সরিয়ে দেয়। এদিকে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে শহিদুল ইসলাম বকুলের ৩০ হাজার টাকা জরিমানা করেছে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী র্ককর্তা শারমীন আক্তার বানু। এ ব্যাপারে শহীদুল ইসলাম বকুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তিনি ঢাকায় রয়েছেন।

বাগাতিপাড়া ও লালপুর এলাকার মানুষ তাকে ভালবাসে জন্য তাকে একক মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এতে তার কোন হাত ছিল না। তাই তিনি কোন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close