reporterঅনলাইন ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর, ২০১৯

যবিপ্রবিতে ‘হিগ ইনডেক্স’ বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘হিগ ইনডেক্স’ বিষয়ে দিনব্যাপী একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপে কর্মক্ষেত্রে ও চাকরির বাজারে ‘হিগ ইনডেক্স’-এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে ‘হিগ ইনডেক্স’ বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে কেন গুরুত্বপূর্ণ সেটার বিষয়ে আলোচনা করা হয়। ৩১ আগস্ট শনিবার সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ৬৩৪ নম্বর কক্ষে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের আয়োজনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস ‘হিগ ইনডেক্স’-এর গুরুত্ব তুলে ধরে বলেন, কর্মক্ষেত্রে গিয়ে অনেক ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীও অনেক কিছু বুঝতে পারে না বা চাকরির সাক্ষাৎকারের বোর্ডে অনেক কঠিন বিষয় সহজ করে বলতে পারে না। সেই পরিপ্রেক্ষিতে বাস্তব জ্ঞান অর্জনের জন্য ‘হিগ ইনডেক্স’ এর বিষয়ে এ ধরনের ওয়ার্কশপ খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা ওয়ার্কশপের মাধ্যমে কোথায় ‘হিগ ইনডেক্স’-এর বাস্তবিক প্রয়োগ করতে হবে, সে সম্পর্কে জানতে পারবে।

সভাপতির বক্তব্যে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা বলেন, প্রশিক্ষণ বা ওয়ার্কশপের মাধ্যমে একজন সঠিকভাবে নিজেকে গড়ে তুলতে পারে। এজন্য ওয়ার্কশপ খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্কশপের আয়োজনে যেসব শিক্ষক-শিক্ষার্থী পরিশ্রম করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি। ওয়ার্কশপ পরিচালনা করেন ইউএল বাংলাদেশ কার্যালয়ের অডিটর মো. তোফায়েল হোসেন। তিনি দিনব্যাপী কর্মক্ষেত্রে ও চাকরির বাজারে ‘হিগ ইনডেক্স’-এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। এই ইনডেক্স সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।

ওয়ার্কশপে আরো বক্তব্য দেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক ড. মৌমিতা চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষক এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। ওয়ার্কশপ পরিচালনা করেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো.ু হাসিবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close