reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুলাই, ২০১৯

ওষুধ নিয়ে ইবিতে আন্তর্জাতিক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওষুধ তৈরিতে প্রাকৃতিক উপাদানের ভূমিকা ও এর উন্নয়ন পদ্ধতি নিয়ে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আয়োজনে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবনের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ২৬ জুন বুধবার দুপুর ১২টায় শুরু এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসাবে উপ-উপাচার্য শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম তোহা এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মমতাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি ও সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক আতিকুর রহমান। তুরস্কের ক্যানকিরী কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ইব্রাহিম ডেমিরটাস মূল আলোচক হিসাবে সেমিনারে উপস্থিত ছিলেন।

অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী বলেন, ওষুধ উৎপাদনের ক্ষেত্রে দিন দিন পরিবর্তন আসছে। মানবজাতির মঙ্গলের জন্য ওষুধ তৈরির ক্ষেত্রে প্রাকৃতিক উপাদানগুলো আরো বেশি করে ব্যবহার করা উচিত। অধ্যাপক আতিকুর রহমান বলেন, আমাদের প্রকৃতির মাঝেই ওষুধ তৈরির নানা ভেষজ উপাদান বিদ্যমান। এসব উপাদান ব্যবহার করতে পারলে আমাদের ওষুধ শিল্প তথা দেশ অনেক দূর এগিয়ে যাবে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close