reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মার্চ, ২০১৯

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় অবস্থিত নাহার গার্ডেনে ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজনের এ আয়োজনে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি সদস্য, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীসহ প্রায় ১ হাজার ৮০০ জন অংশগ্রহণ করেন। বার্ষিক বনভোজনের এই আয়োজনের প্রধান অতিথি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের অনুপস্থিতিতে বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধি রায়হান আজাদ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানসহ অন্য সদস্যদের পক্ষ থেকে উপস্থিত সকলকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বনভোজন সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আশাবাদ ব্যক্ত করেন। বনভোজনের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। বনভোজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিথিলা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, মোহাম্মদ আজাহার খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব সায়েন্সের ডিন অধ্যাপক ড. এজেএম ওমর ফারুক এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শেখ মোহাম্মদ হাসানুজ্জামান। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বনভোজনের আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রাণরসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ড. মোহাম্মদ নাজির হোসাইন এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিবিএ প্রোগ্রামের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম। আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, মিথিলা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, গেটকো গ্রুপ, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অ্যানন টেক্স, প্রোটিন সোর্স, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের প্রাক্তন ছাত্র উজ্জল ডাকুয়া, রাশেদ আহমেদ, মোহাম্মদ সহিদুল ইসলাম, সাইফুল ইসলাম নাদিম, সুভঙ্কর দেউরী এবং আবুল বাশার মো. সারওয়ার হোসেনসহ আরো অনেকে।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠানে বেলা ১১টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান ও লোকগীতি ইত্যাদি পরিবেশন করা হয়। সকাল ৭টায় ৪০টি বাসযোগে বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ ক্যাম্পাস থেকে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হয় সবাই। খেলাধুলা,? লটারিসহ নানা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা উপভোগ করেন আয়োজন। লটারিতে প্রায় দুই লক্ষ টাকার ল্যাপটপ, স্মার্ট এলইডি টেলিভিশন, ট্যাব, মোবাইল ফোনসহ সর্বমোট ২০টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close