reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পেশাদারিত্বে ভবিষ্যৎ গড়ার আহ্বান

নীতিনৈতিকতা, দায়িত্বশীলতা, কর্মনৈপুণ্য, পেশাদারিত্ব এবং দেশপ্রেম হোক ভবিষ্যৎ বাংলাদেশের পথচলার নিয়ামক। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি নবীন গ্র্যাজুয়েটদের প্রতি এ আহ্বান জানান। ৩০ জানুয়ারি বুধবার সকালে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৮তম সমাবর্তনটি অনুষ্ঠিত হয়। এবারের সমাবর্তনে আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০৭৩ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এ ছাড়া অনন্য মেধাবী আটজন শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণপদক। সমাবর্তন বক্তা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক বলেন, বাংলাদেশ এখন সম্ভাবনার দেশে পরিণিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো এখন শুধু জ্ঞান বিতরণ করছে না, তারা নতুন জ্ঞান তৈরিও করছে। এ ক্ষেত্রে তিনি ক্যানসার শনাক্তে তাদের বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা সাফল্যের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। আরো বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। তারা বলেন, নতুন প্রজন্মের তরুণদের গতিশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমেই বাংলাদেশ আগামীতে তার কাক্সিক্ষত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক লক্ষ্যে পৌঁছতে পারবে। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারপারসনগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, গ্র্যাজুয়েট ও তাদের অভিভাবকরা অংশ নেন। শিক্ষাজীবনের শেষে যথাসময়ে সনদ হাতে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close