reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০১৮

মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা দরকার

ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মানসিক স্বাস্থ্য বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন। ১০ অক্টোবর বুধবার টিএসসি চত্বরে দিনব্যাপী মানসিক স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধনকালে তিনি এই গুরুত্বারোপ করেন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-নিদের্শনা ও পরামর্শদান দফতর এবং এডুকেশনাল ও কাউন্সিলিং সাইকোলজি বিভাগ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’। অনুষ্ঠানে ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক মেহজাবীন হকসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, দেশের ২৫ ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ এবং ১০ ভাগ শিশু মানসিক রোগে আক্রান্ত। এদের সঠিক চিকিৎসা ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অন্য রোগের মত মানসিক রোগকেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close