reporterঅনলাইন ডেস্ক
  ১১ মার্চ, ২০১৮

জাককানইবিতে লোকপ্রশাসন বিভাগে নবীনবরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে লোকপ্রশাসন বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা ১২টায় আলোচনা ও পরিচিতি পর্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শাহজাদা আহসান হাবিব এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে প্রভাষক গাজী আরাফাত-উজ জামান মার্কনসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লোকপ্রশাসনের শিক্ষার্থীরা এ বিষয়ে অধ্যয়নের ফলে বিশ্ব পরিম-লে কী ধরনের নেতৃত্ব দেতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করায় নবীন শিক্ষার্থীদের কাজ কী, সে বিষয়ে আলোচনা করেন প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। একই দিনে ‘গাহি সাম্যের গান মঞ্চে’ সন্ধ্যা ৬টায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে লোকপ্রশাসন বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ছাত্রলীগের নেতা, বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist