reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০১৮

চুয়েটে ‘জিআইএস এবং এর প্রয়োগ’ শীর্ষক শর্টকোর্স শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সেন্টার ফর রিভার, হারবার অ্যান্ড ল্যান্ডসøাইড রিসার্চের (সিআরএইচএলআর) আয়োজনে ‘জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ইট্স অ্যাপ্লিকেশন’ শীর্ষক মাসব্যাপী এক প্রশিক্ষণ শর্ট-কোর্স অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি বৃহস্পতিবার পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সিআরএইচএলআরের চেয়ারম্যান অধ্যাপক ড. রিয়াজ আকতার মল্লিকের সভাপতিত্বে অন্ষ্ঠুানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুর রহমান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিআরএইচএলআরের গবেষণা প্রভাষক আহাদ হাসান তানিম। এ শর্ট-কোর্সে ৩৫ প্রকৌশলী, আর্কিটেক্ট ও প্রফেশনাল্স অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের জুনে প্রতিষ্ঠিত এই রিসার্চ সেন্টারটি দেশের বিভিন্ন নদনদীর বেসিন ম্যানেজমেন্ট, ফ্ল্যাড মিটিগেশন, হারবার ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে। বর্তমানে গবেষণা সেন্টারটির চট্টগ্রামের কর্ণফুলী ও হালদা নদীর মৎস্যসম্পদ সংরক্ষণে প্রয়োজনীয় পানিপ্রবাহের পরিমাণ নির্ধারণ এবং নদীগুলোর মধ্যে লবণাক্ততার পরিমাণ বৃদ্ধির কারণ অনুসন্ধানে ‘লো ফ্লো রেস্টোরেশন অব কর্ণফুলী অ্যান্ড হালদা রিভার’ শীর্ষক একটি গবেষণা প্রকল্প চলমান রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট উপকূলীয় অঞ্চলের বন্যা ও তৎসৃষ্ট সমস্যা নিরসনে ‘মাল্টি ক্রাইটেরিয়া বেইস্ড কোস্টাল ফ্ল্যাড হ্যাজার্ড অ্যানালাইসিস’ শীর্ষক আরেকটি গবেষণা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist