বিদেশ ডেস্ক

  ২১ অক্টোবর, ২০১৬

হাইতিতে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে

হাইতিতে হারিকেন ম্যাথিউর তান্ডবে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

তাছাড়া তিন শতাধিক মানুষের শরীরে ধরা পড়েছে জলবাহিত রোগের জীবানু। এতে মৃত্যুও হয়েছে বিশ জনের। এখন হাইতিতে নতুন আতঙ্ক কলেরা। হাসপাতালগুলিতেও ক্রমাগত বাড়ছে এ রোগীর সংখ্যা।

বলিভিয়া, কিউবা, ডমিনিক রিপাবলিক রাষ্ট্রে তিনটিতে তান্ডব চালানোর পর হাইতিতে আছড়ে পড়েছিল হারিক্যান ম্যাথিউ। পোর্ট অউ প্রিন্স থেকে জেরেমি। দুর্যোগে তছনছ হয়ে যায় সাজানো উপকূল, হু হু করে বাড়তে থাকে নিহতের সংখ্যা। এদিকে দেশজুড়ে চলছে ধ্বংসস্তুপ সরানোর কাজ। লাগাতার বৃষ্টিতে বানভাসি দেশের বিস্তীর্ণ এলাকা। পানীয় জলের সঙ্কটও চরমে। এ অবস্থায় হাইতিবাসীর কাছে নতুন আতঙ্ক কলেরা। এ রোগে আক্রান্ত হয়ে মারাও গিয়েছে বহু মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist