আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ আগস্ট, ২০১৭

ইরানে আকস্মিক বন্যায় ১১ জনের মৃত্যু

ইরানের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং দুজন নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার রেড ক্রিসেন্ট এ কথা জানায়।

রেড ক্রিসেন্টের উদ্ধারবিষয়ক প্রধান ইরানের বার্তা সংস্থা ইসনাকে (আইএসএনএ) বলেন, ‘এখন পর্যন্ত বন্যায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে খোরাসান রাজাভিতে আটজন, গোলেস্তানে দুজন ও উত্তর খোরাসানে একজনের মৃত্যু হয়।’ শুক্রবারের প্রবল বর্ষণের কারণে পাঁচটি প্রদেশে বন্যা হয়। এর ফলে কিছু গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্যায় এক পরিবারের তিন সদস্যের মধ্যে দুজন নিখোঁজ রয়েছে। গোলেস্তান প্রদেশে প্রবল স্রোতে তাদের গাড়ি ভেসে যাওয়ায় এ দুজন নিখোঁজ হন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist