আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৭

যুক্তরাষ্ট্রে জলবায়ু পরিবর্তনের তীব্র বিরূপ প্রভাব

যুক্তরাষ্ট্রের গড় তাপমাত্রা নাটকীয়ভাবে দ্রুত বেড়ে গেছে। বিগত এক হাজার ৫০০ বছরের মধ্যে দেশটির জলবায়ু সাম্প্রতিক দশকগুলোতে সবচেয়ে উষ্ণতম। গতকাল মঙ্গলবার দেশটির ফেডারেল সরকারের একটি খসড়া প্রতিবেদনের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ কথা জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ‘আমেরিকানরা এখন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনুভব করতে পারছে।’ জানা গেছে, ১৩টি ফেডারেল সংস্থা প্রতিবেদনটি তৈরি করেছে। এখনো এটি প্রকাশিত হয়নি বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুমোদনও দেয়নি। নিউইয়র্ক টাইমস বলছে, প্রতিবেদনটি ট্রাম্প ও তার ক্যাবিনেট সদস্যদের দাবির সঙ্গে স্পষ্টত সাংঘর্ষিক। কারণ তারা বলছেন, জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকার বিষয়টি নিশ্চিত নয় এবং এ পরিবর্তনের প্রভাব সম্পর্কে বলতে পারার ক্ষমতাও সীমিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist