আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ জানুয়ারি, ২০১৯

ইসরায়েলি বিমানের জর্ডানের আকাশসীমা লঙ্ঘন

জর্দান সীমান্তের কাছে ইসরায়েল যে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু করেছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে আম্মান। জর্দান ইসরায়েলি এ পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক বিমান চলাচলবিষয়ক সংস্থা ‘আইসিএও’র কাছে অভিযোগ জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সোমবার লোহিত সাগর উপকূলবর্তী শহর ‘এইলাত’র কাছে ‘র‌্যামোন’ বিমানবন্দর উদ্বোধন করেন। নয়া এই বিমানবন্দরটি লোহিত সাগর তীরবর্তী জর্দানের আকাবা বন্দরনগরীর কিং হুসেইন আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বিপরীত দিকে অবস্থিত। এ সম্পর্কে জর্দানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান হাইসাম মিস্তো বলেছেন, তার দেশ ইসরায়েলের এই বিমানবন্দরটি চালু করার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। অন্য দেশের আকাশসীমার সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডতা রক্ষা করে বিমানবন্দর নির্মাণের যে আন্তর্জাতিক মানদন্ড রয়েছে তা ইসরাইল লঙ্ঘন করেছে। তেল আবিবের এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিএও’র প্রতি আহ্বান জানিয়ে মিস্তো বলেছেন, বিমান চলাচলবিষয়ক আন্তর্জাতিক মানদন্ড মেনে চলতে তেল আবিবকে বাধ্য করতে হবে। ২০১৩ সালে এই বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হলে তখনো জর্দান সরকার এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close