আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ মে, ২০১৮

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনার গুলিতে বিএসএফ সদস্য নিহত

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের সঙ্গে সংঘর্ষে গতকাল মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক সদস্য নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানান। ভারতের গ্রীস্মকালীন রাজধানী জম্মু নগরী থেকে প্রায় ৫৩ কিলোমিটার দক্ষিণে সাম্বা সেক্টরে আইবির মাঙ্গু চাক সীমান্ত চৌকির কাছে উভয়পক্ষের মধ্যে গুলি ও গোলা বিনিময় হয়। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানি সেনারা মঙ্গলবার রাত দেড়টার দিকে অস্ত্রবিরতি লঙ্ঘন করে বিএসএফ চৌকি লক্ষ্য করে গুলি চালায়। এতে এক বিএসএফের এক সদস্য আহত হয়।’ আহত সেনাকে দ্রুত হাসপাতালে পাঠানো হলে সেখানে সে মারা যায়। ভারতীয় সেনারাও পাল্টা হামলা চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। ইন্ডিয়া টিভি নিউজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist