প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ আগস্ট, ২০১৭

উত্তরে কমলেও মধ্যাঞ্চলে ধেয়ে আসছে বন্যা

২৭ জেলায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ মানুষ

দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে বন্যার অশনি সংকেত ধেয়ে আসছে মধ্যাঞ্চলের দিকে। ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। মানিকগঞ্জে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। বন্যার কারণে উত্তরাঞ্চলে গবাদি পশুর খাদ্যসংকট দেখা দিয়েছে। এছাড়া বন্যা কবলিত এলাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গতকাল জানিয়েছে ২৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুড়িগ্রাম : ফুলবাড়ীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমন ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারকার বন্যায় উপজেলার ৬টি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া বারোমাসিয়া ও ধরলা নদীর তীরবর্তী চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার কৃষকদের ৮ হাজার ৮০০ হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। তবে পানি কমার পর হয়তো সামান্য কিছু জমির ধান হতে পারে।

দিনাজপুর : বন্যা কবলিত এলাকায় গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিঠান, উঁচু বাঁধ এবং রাস্তার ধারে মানুষের পাশাপাশি হাজার হাজার গবাদি পশু আশ্রয় পেলেও খাদ্যসংকটে ভুগছে এসব গবাদি পশু। এক সপ্তাহ ধরে পানিবন্দী এসব গবাদি পশুর জন্য সরকারিভাবে এখনো কোনো খাদ্য সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন বন্যা কবলিত এলাকার গবাদি পশুর মালিক এবং জনপ্রতিনিধিরা। পশুখাদ্যের দাম ৩-৪ গুণ বৃদ্ধি পেয়েছে। দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বন্যার কারণে জেলার ৩ লাখ ৭২ হাজার গরু, ২ লক্ষাধিক ছাগল, সাড়ে ১১ হাজার ভেড়া এবং শতাধিক মহিষ খাদ্যাভাবে ভুগছে। সংকট মোকাবেলায় সরকার জরুরিভাবে ১০ হাজার টন পশুখাদ্য বরাদ্দ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব খাদ্য দুই-একদিনের মধ্যেই দিনাজপুরে এসে পৌঁছবে। বন্যায় শত শত একর জমির কাঁচা ঘাসসহ দেড় হাজার টনের বেশি খড় নষ্ট হওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ : ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে যমুনার পানি বিপদসীমার ১৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হাসান ইমাম। জেলায় ৭ হাজার ৮৩০ হেক্টর আবাদি জমির ফসল বিনষ্ট হয়েছে। জেলা প্রশাসন সূত্রে প্রকাশ, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১৫৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে গতকাল রাত পর্যন্ত ১০৬টি আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্ত লোকেরা আশ্রয় নিয়েছে। সিরাজগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিদুল ইসলামসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ : সাটুরিয়ায় কালীগঙ্গা নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম বিপাকে পড়েছে এলাকাবাসী। পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।

ফরিদপুর : পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। গত ১২ ঘণ্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার রাতে বিপদসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি বেড়ে যাওয়ায় জেলার তিনটি উপজেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় গোলডাঙ্গী ও মোহাম্মদপুরে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পদ্মা, আড়িয়াল খাঁ, কুমার ও মধুমতিসহ সব নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ২০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানির অভাবে বেশিরভাগ পরিবারের সদস্যরা পদ্মা নদীর পানি পান করছে। একই সঙ্গে চরভদ্রাসন সদর গাজীরটেক ইউনিয়নের ২৪টি পরিবার পদ্মা নদীর ভাঙনে গৃহহীন অবস্থায় বেড়িবাঁধ, উঁচু জায়গা এবং আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। সেখানে পশুখাদ্যের সংকট দেখা দিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist