আদালত প্রতিবেদক

  ২৯ মার্চ, ২০১৭

এসি আকরামের খালাসের রায় আপিলেও বহাল

গোয়েন্দা পুলিশের হেফাজতে শামীম রেজা রুবেল হত্যা মামলায় তখনকার সহকারী কমিশনার (এসি) মো. আকরাম হোসেনের খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ মামলায় অপর আসামি উপপরিদর্শক হায়াতুল ইসলাম ঠাকুরের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া যাবজ্জীবন কারাদন্ডের আদেশও বহাল রেখেছেন আদালত।

গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষ এবং হায়াতুলের আপিল খারিজ করে চূড়ান্ত এ রায় দেন। এসি আকরামের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। হায়াতুল ইসলাম ঠাকুরের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

আইনজীবী এস এম শাহজাহান বলেন, ১৯৯৮ সালে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ হেফাজতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে হত্যা করা হয়। এ মামলায় ২০১১ সালের ৫ মে হাইকোর্ট আকরামসহ ১৩ জনকে খালাস দিয়েছিলেন। এদিকে, হায়াতুল ইসলাম ঠাকুরও তার সাজার বিরুদ্ধে আপিল করেন। এ দুই আপিল নিষ্পত্তি করে আদালত হাইকোর্টের দেওয়া এসি আকরামের খালাসের রায় বহাল রাখেন। একইসঙ্গে হায়াতুল ইসলাম ঠাকুরের সাজার রায়ও বহাল রাখেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ জুলাই গোয়েন্দা পুলিশের এসআই হায়াতুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে একটি দল ৫৪ ধারায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে আটক করে। পরে ডিবি হেফাজতে থাকা অবস্থায় রুবেলের মৃত্যু হয়। ওই ঘটনায় করা মামলার রায়ে ২০০২ সালের ১৭ জুন ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালত এসি আকরামসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। এ ছাড়া মুকুলি বেগম নামের এক আসামিকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। ২০১১ সালের ৫ মে হাইকোর্ট একমাত্র হায়াতুল ইসলাম ঠাকুরের সাজা বহাল রেখে এসি আকরামসহ ১৩ জনকে খালাস দিয়েছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist