নিজস্ব প্রতিবেদক

  ১২ ফেব্রুয়ারি, ২০১৯

বসুন্ধরা পেপার

আইপিওর টাকার শতভাগ ব্যবহার

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার আইপিও এর টাকা শতভাগ ব্যবহার করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানির দেওয়া তথ্য মতে, ইউরোপীয় ব্র্যান্ড-নিউ অটোমেটেড টিস্যু মেশিনের সেট-আপ তারা সফলভাবে বাস্তবায়ন করেছে। মেশিনগুলো দিয়ে বছরে ৩০ হাজার মেট্রিক টন বিভিন্ন গ্রেডের টিস্যু উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হবে এবং পণ্য পোর্টফোলিও মধ্যে বৈচিত্র্য যোগ হবে। বাণিজ্যিক উৎপাদন সফলভাবে এরই মধ্যে শুরু করা হয়েছে। এই নতুন সেট আপ আনুমানিক ৪০০ কোটি টাকা রাজস্ব বাড়িয়ে দেবে।

এতে প্রতি বছর ট্যাক্স দেয়ার পর ৩৬ কোটি টাকা লাভ থাকবে। এই মেশিনটি ইনস্টল করার আগে বিপিএমএলের বছরে ১ লাখ ১৩ হাজার ৫০ মেট্রিক টন টিস্যু ও কাগজ উৎপাদন ক্ষমতা ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close