প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ জুলাই, ২০১৮

সৌদি আরব থেকে রেমিট্যান্স এসেছে ২৫৯২ মিলিয়ন ডলার

প্রবাসী বাংলাদেশিরা বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরে সৌদি আরব থেকে মোট রেমিট্যান্সের ১৭ শতাংশেরও বেশি বা ২ হাজার ৫৯১ দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছে। ওই সময়ে মোট প্রেরিত অর্থের (রেমিট্যান্স) পরিমাণ ছিল ১৪ হাজার ৯৭৮ দশমকি ৮৬ মিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এ কথা বলেন। বাসস। জানা যায়, সৌদি আরব থেকে ২০১৪-১৫ অর্থবছরে ৩ হাজার ৩৪৫ দশমকি ২৩ মিলিয়ন, ২০১৫-১৬ অর্থবছরে ২ হাজার ৯৫৫ দশমকি ৫৫ মিলিয়ন ও ২০১৬-১৭ অর্থবছরে ২ হাজার ২৬৭ দশমকি ২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

২০১৮ অর্থবছরে সৌদির পর সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪২৮ দশমকি শূন্য ৬ মিলিয়ন ডলার। মধ্যপ্রাচ্যের এ দুটি দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে। আমিরাত থেকে ২০১৭ অর্থবছরে ২ হাজার ৯৩ দশমকি ৫৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া ২০১৮ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৯৯৭ দশমকি ৪৯ মিলিয়ন এবং কুয়েত থেকে ১ হাজার ১৯৯ দশমকি ৭০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। একই সময়ে মালয়েশিয়া থেকে ১ হাজার ১০৭ দশমকি ২১ মিলিয়ন, যুক্তরাজ্য থেকে ১ হাজার ১০৫ শূন্য ৫৫ মিলিয়ন, ওমান থেকে ৯৫৮ দশমকি ১৯ মিলিয়ন, কাতার থেকে ৮৪৪ দশমকি শূন্য৬ মিলিয়ন, ইতালি থেকে ৬৬২ দশমকি ২২ মিলিয়ন, বাহরাইন থেকে ৫৪১ দশমকি ৬২ মিলিয়ন, সিঙ্গাপুর থেকে ৩৩০ দশমকি ১৬ মিলিয়ন, দক্ষিণ আফ্রিকা থেকে ১৫৩ দশমকি ১৫ মিলিয়ন ও ফ্রান্স থেকে ১৩৪ দশমকি ৪০ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ২০১৮ অর্থবছরে মোট রেমিটেন্সের পরিমাণ বেড়েছে ২ হাজার ২০৯ দশমকি ৪১ মিলিয়ন বা ১৭ দশমকি ৩০ শতাংশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist