প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ জুন, ২০১৮

সৌদি আরবে গাড়ি চালাতে প্রস্তুত নারীরা

সৌদি আরবে আগামী ২৪ জুন রোববার থেকে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। সে জন্য ড্রাইভিং শেখার ধুম পড়েছে সৌদি নারীদের মধ্যে। রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকো নারীদের ড্রাইভিং শেখানোর ব্যবস্থা করছে। দেশটির দাহরানে সৌদি আরামকো ড্রাইভিং সেন্টারে ২০০ নারী ড্রাইভিং শিখছেন। বিবিসি গতকাল বুধবার এ কথা জানায়।

পেশার আর্কিটেক্ট আমিরা আবদুলগাদার বলেন, ‘২৪ জুন যখন নিষেধাজ্ঞা উঠে যাবে, তখন তিনি তার মাকে গাড়িতে বসিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন। চালকের আসনে বসা মানে নিয়ন্ত্রণ আপনার হাতে। আমি কখন কোথায় যাব, কখন কী করব এবং কখন ফিরে আসব, সেই সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারব। যদিও নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সৌদি আরবের প্রশংসা করা হচ্ছে কিন্তু এ বিষয় নিয়ে বিতর্কও রয়েছে। দেশটির মৌলবাদীরা এরমধ্যেই নারীদের হুমকি দিয়েছে। যারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্দোলন করেছেন, তারা বলছেন টেলিফোনে তাদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। তারপরও সৌদি আরবের নারীরা ভীতু নন। তারা স্বাধীনতা চান, নিজের পায়ে দাঁড়াতে চান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist