আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ এপ্রিল, ২০১৮

সেরা বিশ্ববিদ্যালয়

অক্সফোর্ডকে ছাড়িয়ে ক্যামব্রিজ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি র‌্যাংকিংয়ে বিশ্বখ্যাত অক্সফোর্ড হেরে গেল আরেক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ক্যামব্রিজের কাছে। তবে এটি-ই প্রথমবার নয়, বরং এ নিয়ে পরপর অষ্টমবারের মতো হারল ক্যামব্রিজের কাছে অক্সফোর্ড। দি কমপ্লিট ইউনিভার্সিটি গাইড ২০১৯ র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর দশটি বিষয়কে বিবেচনা করা হয়েছে; যার মধ্যে রয়েছে গবেষণা, শিক্ষার্থীদের সন্তুষ্টি এবং স্নাতকদের ভবিষ্যতের মতো বিষয়গুলো। এ তালিকায় তৃতীয় স্থান পেয়েছে লন্ডন স্কুল অব ইকোনমিকস আর লন্ডন ইম্পেরিয়াল কলেজ রয়েছে চতুর্থ স্থানে। র‌্যাংকিংয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে স্ট্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের, এর আগে এটি ৭৩ নম্বরে ছিল আর এবার এক লাফে এটি উঠে এসেছে ৩২ নম্বরে।

গাইডের চেয়ারম্যান ড. বার্নার্ড কিংস্টন বলেছেন, সাধারণত অক্সফোর্ড ও ক্যামব্রিজই তালিকার শীর্ষে থাকে, কিন্তু ভবিষ্যতে হয়তো অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের চ্যালেঞ্জ জানাবে। যেমন গবেষণার মানে ইম্পেরিয়াল ও লন্ডন স্কুল অব ইকোনমিকস কিছুটা এগিয়েই ছিল। কিংস্টন বলছেন, যুক্তরাজ্যে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় আছে, যারা বিশ্বমানের বিবেচিত হতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist