reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০১৮

পুসকাসকে ছাড়িয়ে ম্যারাডোনার কাতারে রোনালদো

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। বুধবার ম্যাচের চতুর্থ মিনিটে গোল দিয়ে বনে গেলেন ইউরোপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ছাড়িয়ে গেছেন হাঙ্গেরির কিংবদন্তি ফেরেন্সে পুসকাসকে।

গত ম্যাচে স্পেনেরে বিপক্ষে হ্যাটট্রিক করে ৩-৩ গোলে দলকে সমতায় ফেরান রিয়াল মাদ্রিদ তারকা। স্প্যানিয়ার্ডদের বিপক্ষের ওই ম্যাচেই পুসকাসের করা ৮৪ গোলের রেকর্ডে ভাগ বসান সিআর সেভেন।

এদিকে অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন ফুটবল মহারাজ মোট ৬টি গোল করেছিলেন। স্পেনের সঙ্গে হ্যাট্রিকের পর অধিনায়ক হিসেবে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোলের সংখ্যা ছিল ৫।

আজ কাজানের এই গোল করে ম্যারাডোনার কাতারে নিজের নাম লিখিয়েছেন পর্তুগিজ অধিনায়ক। আর মাত্র একটি গোল করতে পারলেই ম্যারাডোনাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বেন রোনালদো। বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি গোলদাতাদের তালিকায় আলি দায়ির পরেই রয়েছেন রোনালদো। ইরানের সাবেক এই তারকা ১৯৯৩ থেকে ২০০৬ সাল থেকে ক্যারিয়ারে মোট ১০৯টি গোল করে সবার উপরে রয়েছেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুসকাস,রোনালদো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist