রবিউল আলম ইভান, কুষ্টিয়া

  ২৩ মে, ২০১৭

‘ভোট কারচুপি করতে পারবে না বলেই বিএনপি ইভিএম চায় না’

বিএনপি ভোট কারচুপি ও জালিয়াতিতে বিশ্বাস করে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। ভোট কারচুপি করতে পারবে না বলেই তারা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি চায় না। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিশ্বের উন্নত দেশে এই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট প্রয়োগের নিয়ম রয়েছে। তাই বাংলাদেশেও এই নিয়ম চালু করা হবে। এই ইভিএম পদ্ধতিতে স্বচ্ছভাবে ভোট দেয়া যায়। এর মাধ্যমে কোনো জাল ভোট দেয়া যায় না।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে উল্লেখ করে হানিফ আরও বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই আইন অনুযায়ী শনিবার সকালে গুলশান-২ এর খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ।

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,ইভিএম,ভোট কারচুপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist