রংপুর ব্যুরো

  ২৮ নভেম্বর, ২০১৮

রংপুর-৩ আসনে এরশাদের মনোনয়নপত্র দাখিল

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর ও রসিক) আসনের সংসদ সদস্য প্রার্থী তিনি। বুধবার দুপুরে এরশাদের হয়ে দলের প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এনামুল হাবীবের নিকট মনোনয়নপত্রটি দাখিল করেন। এ সময় দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে হজরত কেরামত আলী (রহ.) মাজার জিয়ারত করেন রাঙ্গা। এছাড়াও ঢাকা-১৭ আসনে নির্বাচন করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে রংপুর-৩ আসনে জাসদ সমর্থিত প্রার্থী সাব্বির আহমেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন তিনি। এবার এই আসনে বিএনপি থেকে মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ও রিতা রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল, জাকের পার্টির আলমগীর হোসেন আলম, ন্যাশনাল পিপলস পার্টির ছামসুল হকসহ বিভিন্ন দল ও জোটের প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এরশাদ,মনোনয়ন,রংপুর,দাখিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close