নিজস্ব প্রতিবেদক

  ১১ আগস্ট, ২০১৭

অর্থমন্ত্রীকে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার দাবি

৭২ ঘণ্টার মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিঃশর্ত ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত সাংবাদিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। ওয়েজ বোর্ডের বিরুদ্ধে দেওয়া অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ৯ম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ডিইউজের সভাপতি শাবান মাহমুদ বলেন, ‘আজ সাংবাদিক সমাজকে অপমানিত ও হয়রানি করা হচ্ছে। তাদের অধিকার, বেতন কাঠামো ওয়েজ বোর্ড নিয়ে তামাশা করা হচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে অর্থমন্ত্রীকে জাতি ও সাংবাদিক সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বলেন, ‘১৫ আগস্ট পর্যন্ত তথ্যমন্ত্রীকে আল্টিমেটাম দিয়েছি, এর মধ্যে ওয়েজ বোর্ড ঘোষণা করতে হবে। ১৫ আগস্টের আগে কর্মসূচি দেব না বলে ঘোষণা দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, অপমানজনক কথা বলেছেন। তাই আজ ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করতে হচ্ছে।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী প্রমুখ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অর্থমন্ত্রীকে ক্ষমা চেয়ে,প্রত্যাহার দাবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist