reporterঅনলাইন ডেস্ক
  ২১ মে, ২০২০

করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৪০৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৭৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০৩ জন।

ডা. নাসিমা বলেন, ঢাকা এবং ঢাকার বাইরে ৪৭টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১০ হাজার ১৭৪ জনের। গত ২৪ ঘণ্টায় আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২৬২ জনের। মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ১১৪ জনের।

মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে তিনি বলেন, ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ৮, সিলেটে ৩ এবং ময়মনসিংহে ১ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাসায় ৫ এবং মৃত অবস্থায় এসেছে ১ জন।

বয়স বিশ্লেষণে মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১-৯০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও তিনজন নারী।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৫৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৮৯৭ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৯৬৬ জন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,রেকর্ড,মৃত্যু,স্বাস্থ্য অধিদপ্তর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close