reporterঅনলাইন ডেস্ক
  ২৩ এপ্রিল, ২০১৯

রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাসের ধাক্কায় নিহত ২

রাজধানীর মৎস্য ভবন মোড়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি স্টাফ বাস ও প্রাইভেটকারকে ধাক্কা দিলে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এসময় আহত হয়েছেন আরও ২ জন।

গুরুতর আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন দুজন। তারা হলেন- নূর আলম (৩০) ও শরীফ (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৎস্য ভবন মোড় অতিক্রম করার সময় স্বাধীন পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে পরমাণু শক্তি বিভাগের একটি স্টাফ বাসে ও একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ দুটি মর্গে রাখা হয়েছে। আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সড়ক দুর্ঘটনা,বাস,রাজধানী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close