reporterঅনলাইন ডেস্ক
  ১০ জুলাই, ২০২০

পুলিশের গুলিতে মৃত্যু কানপুরের গ্যাংস্টারের

প্রতীকী ছবি

পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের। শুক্রবার সকালে কানপুরে নিয়ে যাওয়ার পথে পালানোর চেষ্টা করলে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গুলিতে মৃত্যু হয় তার।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় ৮ পুলিশকর্মী খুনের দায়ে অভিযুক্ত বিকাশকে। সকালে উত্তরপ্রদেশ পুলিশের ৩টি কনভয় বিকাশকে নিয়ে কানপুরের ফিরছিল। আচমকা হাইওয়ের ওপর পুলিশের একটি কনভয় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশের দাবি, ওই কনভয়েই বিকাশ ছিল। দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে সে। এরপরেই পুলিশের গুলিতে মৃত্যু হয় কানপুরের গ্যাংস্টারের।

প্রসঙ্গত, ৭ দিন তল্লাশি অভিযানের পর উজ্জয়িনী থেকে বিকাশ দুবেকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। এরআগে দুটি পৃথক এনকাউন্টারে নিহত হয়েছে বিকাশের দুই সহযোগী। গত শুক্রবার কানপুরের বিক্রু গ্রামে লুকিয়ে থাকা গ্যাংস্টার বিকাশ দুবেকে ধরতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল ৮ পুলিশ কর্মীর। তারপর থেকেই পলাতক ছিল বিকাশ দুবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এনকাউন্টার,গ্যাংস্টার,কানপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close