reporterঅনলাইন ডেস্ক
  ৩০ মে, ২০২০

অবশেষে খুলছে মসজিদে নববি

হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত মদিনার মসজিদে নববি

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে মহানবী (সা.)-এর স্মৃতিবিজড়িত মদিনার মসজিদে নববি। শুক্রবার এর অনুমোদন দিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মক্কা ছাড়া সৌদি আরবের সব এলাকার মসজিদের দরজাই রোববার থেকে খোলা থাকবে। করোনা নিয়ন্ত্রণে জারি করা কারফিউ শিথিলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তবে মসজিদে জামায়াতের ক্ষেত্রে ধারণক্ষমতার ৪০ শতাংশ পর্যন্ত মুসল্লির সংখ্যা সীমিত করা হয়েছে। এছাড়া, কড়া স্বাস্থ্য সতর্কতা মেনেই মসজিদে প্রবেশ করতে হবে।

দেশের বিভিন্ন মসজিদ পরিদর্শন শেষে শুক্রবার সৌদির ধর্মবিষয়ক মন্ত্রী আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ বলেছেন, পরিদর্শনে দেখেছি, আমাদের মসজিদগুলো সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বেশ ভালো অবস্থায় আছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মসজিদে নববি,করোনাভাইরাস,সৌদি আরব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close