পার্থ মুখোপাধ্যায়

  ০৫ নভেম্বর, ২০১৯

মসজিদ-মন্দির রায়ের আগে ভারতে নাশকতার ছক

বাবরি মসজিদ-রাম মন্দির ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়ের আগে ভারতে বড়সড় নাশকতার ঘটনা ঘটতে পারে। এমনই সতর্কবার্তা জারি করেছে ইনটেলিজেন্স ব্যুরো।

নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে সাত জঙ্গি ইতোমধ্যেই ঢুকে পড়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা। পাকিস্তানের একটি সন্ত্রাসবাদী সংগঠনের সাত সদস্য নেপাল দিয়ে ভারতে ঢুকেছে। এই সাত জঙ্গি বর্তমানে উত্তরপ্রদেশে রয়েছে বলে খবর।

উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং অযোধ্যা জেলায় এরা আত্মগোপন করেছে বলে জানা গেছে। উত্তরপ্রদেশে বড়সড় সন্ত্রাসবাদী হামলার চালাতে এরা প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইনটেলিজেন্স ব্যুরোর গোয়েন্দারা।

এই সাতজনের মধ্যে পাঁচজনকে সনাক্ত করা সম্ভব হয়েছে। এই পাঁচ জঙ্গি হলো—ইয়াকুব, আবু হামজা, শাবাজ, নিসার আহমেদ এবং কৌমি চৌধুরি। এর আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সীমান্তবর্তী নারওয়াল জেলায় জঙ্গি প্রশিক্ষণের কথা জানতে পারে গোয়েন্দারা। এই নারওয়ালেই রয়েছে কর্তারপুর সাহিব গুরদোয়ারা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাশকতা,ভারত,রায়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close