পার্থ মুখোপাধ্যায়

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

এনআরসি নিয়ে রাজপথে মমতা

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে প্রতিবাদকে আন্দোলনে পরিণত করতে রাজপথে নামছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত এনআরসিবিরোধী প্রতিবাদে কয়েক লাখ মানুষ শামিল হবেন বলে মনে করা হচ্ছে।

শ্যামবাজার গোলবাড়ির সামনে অস্থায়ী মঞ্চও তৈরি হয়েছে। আগাম ঘোষণা না থাকলেও মনে করা হচ্ছে, পদযাত্রা শেষ হওয়ার পর ওই মঞ্চ থেকে মমতা বক্তৃতাও করতে পারেন। মিছিল শুরু হবে বিকেল ৩টা নাগাদ। তবে এ বারের পদযাত্রার রুট একটু অন্যরকম। লোকসভা ভোটের প্রচারে মমতার পদযাত্রা বেলেঘাটায় শুরু হয়ে শ্যামবাজারে শেষ হয়েছিল। এবার তিনি উত্তর শহরতলি থেকে শহরের দিকে ঢুকবেন। তবে পুজোর কেনাকাটার ভিড় শুরু হয়ে যাওয়ায় শ্যামবাজারেই থেমে যাবে মিছিল।

পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে মিছিল-পথে রাস্তার দু'ধারে ব্যারিকেড তৈরি হচ্ছে। বিটি রোড জনবহুল, তাই মুখ্যমন্ত্রী দলের নেতাদের বলে দিয়েছেন, তার কর্মসূচির জন্য সাধারণ মানুষের যেন কোনো সমস্যা না হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মমতা,এনআরসি,রাজপথ,জাতীয় নাগরিকপঞ্জি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close