reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মে, ২০১৯

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার তদন্ত শুরু

নিউজিল্যান্ডে ক্রাইটচার্চের ২টি মসজিদে নৃশংস সন্ত্রাসী হামলার আনু্ষ্ঠানিক তদন্ত কাজ শুরু করেছে দেশটি।

একই সঙ্গে অনলাইনে সন্ত্রাসী ঘটনার প্রচার বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের জন্য ফ্রান্সের সঙ্গে যৌথভাবে একটি আলোচনাসভার আয়োজনের কথাও বলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আরডান। খবর রয়টার্সের।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে ব্রেনটন টেরেন্ট নামে এক অস্ট্রেলীয় বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী হামলা চালায়। এতে ৫১ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন। হামলাকারী এ সময় তার চালানো হত্যাযজ্ঞ ফেসবুক লাইভে সরাসরি স্ট্রিমিং করেন।

ওই হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে যাওয়ার পথে পথচারীর খবরে হোটেল কক্ষে ফিরে আসায় প্রাণে বেঁচে যান।

ওই শ্বেতাঙ্গ সন্ত্রাসীর আন্তর্জাতিক যোগাযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিচরণসহ তার সব কর্মকাণ্ড তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে নিউজিল্যান্ডের রয়্যাল কমিশন।

আগামী ১০ ডিসেম্বর কমিশন তার তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে বলে খবরে জানানো হয়েছে। এদিকে এ তদন্তের ব্যাপারে বিস্তারিত জানার ব্যাপারে আগ্রহ জানিয়েছে দেশটির মুসিলম সম্প্রদায়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মসজিদে হামলা,নিউজিল্যান্ড,ক্রাইস্টচার্চে হামলা,তদন্ত শুরু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close