reporterঅনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর, ২০১৮

বিশ্বের দীর্ঘতম সেতুতে যানবাহন চলাচল শুরু

হংকং-ঝুহাই-ম্যাকাও নামের সেতুটি বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এটি সমুদ্রের ওপর নির্মিত বিশ্বের দীর্ঘতম সেতু। খবর সিনহুয়ার।

সেতুটি চীনের দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাওয়ের সঙ্গে দেশটির মূল ভূখন্ড গুয়াংডং প্রদেশের সরাসরি সংযোগ স্থাপন করেছে। শুরুর দিন আজ ঝুহাই, হংকং ও ম্যকাও কাস্টমস ৫৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু দিয়ে যাতায়াতের সুযোগ করে দিতে কাস্টমস ছাড়পত্রের জন্য সার্বক্ষণিক সেবা দেবে।

কর্তৃপক্ষ জানায়, সেতুটি রিখটার স্কেলে আট মাত্রার ভূমিকম্প এবং শক্তিশালী ঘূর্ণিঝড় সহ্য করতে পারবে। বড় আকৃতির মালবাহী জাহাজের চলাচল নির্বিঘ্ন রাখতে সেতুর ৬ দশমিক ৭ কিলোমিটার অংশ পানির নিচে রাখা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চীন,বিশ্বের দীর্ঘতম সেতু,যানবাহন চলাচল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close