reporterঅনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর, ২০১৮

মেক্সিকোর দিকে ধেয়ে আসছে ‘উইলা’

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইলা’। রোববার এটি ক্যাটাগরি-৪ ঝড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। মার্কিন আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়।

মিয়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) সতর্কবার্তায় বলা হয়, অত্যন্ত ভয়ঙ্কর হারিকেন উইলা দ্রুতবেগে শক্তিশালী হতে থাকায় জনজীবনের জন্য হুমকি হয়ে উঠছে। মঙ্গলবার নাগাদ এটি দক্ষিণপশ্চিম ও পশ্চিম-মধ্য মেক্সিকোর বিভিন্ন অংশে আঘাত হানতে পারে। ঘণ্টায় ৯ কিলোমিটার গতিতে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

ঝড়টি ক্রমেই শক্তিশালী হয়ে মেক্সিকোর দিকে ধেয়ে আসায় দেশটির সরকার তাদের উপকূলের বিভিন্ন অংশে সতর্কতা জারি করেছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উইলা,ঘূর্ণিঝড়,মেক্সিকো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close