reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০১৮

অল্পের জন্য প্রাণে রক্ষা ১৩৬ যাত্রীর

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দর থেকে দুবাই উড়ে যাওয়ার আগে গার্ড ওয়ালে ধাক্কা খেল বিমানটি। দুর্ঘটনা সত্ত্বেও বিমানে থাকা ১৩৬ জন যাত্রী সুরক্ষিত আছেন।

বৃহস্পতিবার রাত ১টা ১৯ মিনিটে দুর্ঘটনার পরে ত্রিচি থেকে বিমানটি মুম্বাইতে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌছানোর পরে দেখা যায়, বিমানের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, যাত্রীদের জন্য দ্রুত মুম্বাই থেকে পৃথক বিমানের ব্যবস্থা করা হয় বলে বিমানবন্দর সূত্রে খবর। কিন্তু কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খেল, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিমানের পাইলট এবং সহকারী পাইলটকে আপাতত কোনো বিমানের দায়িত্ব দিচ্ছে না এয়ার ইন্ডিয়া।

ডিজিসিএ কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন। বিমানের চাকার ধাক্কায় দেয়ালের ওপরের দিকের কিছু অংশ ভেঙে পড়েছে। পাশে থাকা কয়েকটি অ্যান্টেনাও ক্ষতিগ্রস্থ হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিমান দুর্ঘটনা,ভারত,এয়ার ইন্ডিয়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close