reporterঅনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট, ২০১৮

ইন্দোনেশিয়ায় আবারো ভূমিকম্প

চলতি মাসের শুরুতে ভয়ঙ্কর ভূমিকম্পের রেশ কাটার আগেই ইন্দোনেশিয়ায় আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সোয়া ২টার সময় রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশের কুপাং শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। এলাকাটি ইন্দোনেশিয়ার পশ্চিম তিমুরের উপকূলের কাছাকাছি।

এই ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। অঞ্চলটি ভূ-তাত্ত্বিকভাবে ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত। গত ৯ আগস্ট ইন্দোনেশিয়ার লোবমক দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ শতাধিক মানুষ নিহত হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইন্দোনেশিয়া,ভূমিকম্প
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close