reporterঅনলাইন ডেস্ক
  ২৭ আগস্ট, ২০১৮

মিয়ানমারে রয়টার্সের ২ সাংবাদিকের রায় পিছিয়েছে

রয়টার্সের দুই সাংবাদিকের রায় স্থগিত করেছে মিয়ানমারের একটি আদালত। আজ সোমবার তাদের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ ধার্য ছিল।

রোহিঙ্গাদের হত্যার তথ্য সংগ্রহ করতে গিয়ে মিয়ানমারে আটক হন রয়টার্সের দুই সাংবাদিক। আগামী ৩ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করবে দেশটির আদালত। রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে অপরাধ প্রমাণিত হলে তাদের ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

জেলা জজ খিন মাউং মাউং বলেন, ৩ সেপ্টেম্বর এ রায় ঘোষণা করা হবে। এ মামলার বিচারক অসুস্থ থাকায় আজ রায় ঘোষণা করা হচ্ছে না।

গত ডিসেম্বরে গোপন সরকারি নথিপত্র বহনের সময় ওয়া লোন ও কিয়াও সোয়ে ওকে আটক করে পুলিশ। তখন থেকেই তারা কারাবন্দি রয়েছেন। তবে তারা আনিত অভিযোগ অস্বীকার করে আসছেন। তাদের আইনজীবী বলছেন, বিচার বিভাগ স্বাধীন হলে ও ন্যায়বিচার করলে তারা মুক্তি পাবেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিয়ানমার,রায়,রয়টার্স,সাংবাদিক,রোহিঙ্গা ইস্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close