আশরাফ আলী চারু

  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

জীবন

যে পথেই চলুক তার সব পথই কঠিন

হিমালয় মাথায় নিয়ে সাগরের বুকে হাঁটার মতো

অথবা সুর্যের পিঠে আধুনিক চাষাবাদ ।

তবু সে চলে জুতোবিহীন খোঁড়া পায়ে

স্বপ্ন ভাঙার ভয়ে বা লালিত স্বপ্নের আশায়

একটি আধুনিক গ্রহ চাষাবাদে ।

বেচারি নিজেই ধরা পড়ে অধরা থাকে স্বপ্নরা

ঠিক সে ফুটবলের মতো অথবা ক্রিকেট বলের

যাদের জন্মই শুধু লাথি গুঁতো খাওয়া ।

স্বপ্নের তিলোত্তমা ঊর্ধ্ব হতে পাতালে চলে যায়

কার যেনো ভয়ে

আর সে শেষ বয়সে এসে মাপতে থাকে ভঙ্গুর একটি পথ ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জীবন,আমার আমি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close