reporterঅনলাইন ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর, ২০১৭

হজ পালনকালে মোট ৮১ বাংলাদেশি হাজির মৃত্যু

পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছিলেন তারা। কিন্তু জীবিত অবস্থায় আর ফিরে আসবেন না । ধর্ম মন্ত্রণালয় এবং বাংলাদেশ হজ মিশনের সর্বশেষ তথ্যানুসারে, এ বছর পবিত্র হজ পালনের আগে ও পরে সৌদি আরবে মোট ৮১ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ১৬ জন নারী। হজ মিশনের তথ্য মতে, মৃতদের মধ্যে ৫৮ জন মক্কায়, ৭ জন মদিনায় ও ১৬ জন মিনায় মারা যান। এদের মধ্যে গত ৫ দিনে ৩২ জন মারা গেছেন।

অন্যদিকে সৌদি সরকারের হজ চুক্তি অনুযায়ী, হজ পালন করতে গিয়ে কোনো হজযাত্রী কিংবা হাজি মারা গেলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয় না। তাকে সে দেশের সরকারই নিজস্ব উদ্যোগে দাফন করবে।

নিহতরা হলেন, দিনাজপুর শহরের বাহাদুর বাজার মহল্লার বাসিন্দা মো.ওয়াসিম আনসারী রাসু (৩৯) সড়ক দুর্ঘটনায় মক্কা আল-মুকাররমায় মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর- বিএন ০২০৯৪৫৮।

কক্সবাজার জেলার শফিক আহমদ (৬৪) মক্কা আল-মুকাররমায় মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর- বিএ ০৮২১৮২৪।

এছাড়া রংপুর জেলার ক্যাডেট কলেজ এলাকার মো.কালিম মিজ্ঞা (৫৭), কিশোরগঞ্জ জেলার টারাইলের মো.শফিকুল আলম (৩০), চট্টগ্রামের পটিয়া উপজেলার ইশহাক (৫৭), পিরোজপুর জেলার মোটাবারির মো.খুরশেদ শাহরিয়ার (৩৯), চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মাদাসার মো.কামাল উদ্দিন (৭০), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের গোলাপ মিজ্ঞা (৫৭), মুন্সিগঞ্জ জেলা সদরের রামপালের মিনু বেগম (৫৫), গোপালগঞ্জ জেলার দেলোয়ার হোসেন (৫৮)হজ পালনকালে মারা গেছেন।

হজ পালনকালে আরও মারা গেছেন মাদারীপুর জেলার সাহেবরামপুরের মো.সেলিম মিজ্ঞা (৬১), নাটোর জেলার ঝিগাতলার এম এ জলিল (৬৬), পিরোজপুর জেলার বানডারিয়ার মো. ইসমাইল খান (৬২), চট্টগাম জেলার সাতকানিয়ার হোসনেয়ারা বেগম (৪৭), গাইবান্ধা জেলার দামোদরপুরের মো.আব্দুল হোসাইন (৬৯), চট্টগ্রাম জেলার রাংগুনিয়ার সকিনা বেগম (৬৯) ও নোয়াখালী সদরের পাহাড়তলীর গোলাম রসুল (৬২)।

আরও মারা গেছেন দিনাজপুর জেলা সদরের মো.ওয়াসিম মিজ্ঞা (৩৮),কক্সবাজার জেলার খুরুস্কুলের সফিক আহমেদ (৬৫), যশোর জেলার জহুরপুরের আমজাদ আলী লস্কর (৬০), পটুয়াখালী জেলা সদরের মো.আনোয়ার হোসাইন (৬৩), কুমিল্লা জেলার বরুরা গনি মুন্সীর বাড়ির সাইরা বেগম (৫৫), চট্টগ্রাম জেলার সিতাকুন্ডেড় নুর আলী সেরাংবাড়ীর হারোচা বেগম (৮০), রাজবাড়ী জেলার পাংসার নুরুনাহার বেগম(৪৮), মৌলবীবাজার জেলার শীমনগরের দেলোয়ারা বেগম(৬২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নিলুফা বেগম (৫৫) মক্কা আল-মুকাররমায় মারা যান।

এছাড়া ময়মনসিংহ জেলার মশাখালীর মো.হেলাল উদ্দিন (৬০), কুমিল্লা জেলার নাংগলকোটের মো.আব্দুল আউয়াল (৬৬), টাংগাইল জেলার ঘাটাইলের মো.আনসার আলী (৬৩), লাকসমিপুর জেলার রয়পুরের নিলুফার আক্তার (৫৫), কুমিল্লা জেলার বরুরার মো.সোনা মিজ্ঞা (৮০), ঢাকা জেলার কেরানীগঞ্জের রোকেয়া বেগম (৬২), দিনাজপুর জেলার চন্ডিপুরের রেহানা খাতুন (৫৪), চট্টগ্রাম জেলার লোহাগরা উপজেলার আমিরাবাদের আব্দুল হাফিজ (৮০) হজ পালনকালে মারা যান।

উল্লেখ্য, চলতি বছর সরকারি (ব্যবস্থাপনা সদস্যসহ) ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন হজে যান। গত ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৯১টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৭৯টিসহ মোট ৩৭০টি ফ্লাইট সৌদি আরব যায়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশি হাজির মৃত্যু,বাংলাদেশি হাজ,হজ পালন,সৌদি আরব
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist