reporterঅনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট, ২০১৮

সৌদিতে আরও ৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজব্রত পালন করতে গিয়ে মক্কা নগরীতে আরও ৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এই ৫ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। মৃত ৫ বাংলাদেশি হজযাত্রী হলেন— চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মো. আবুল কালাম (৬৯), কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ছোবহান সরকার বাড়ির মো. হারুন অর-রশিদ (৬১), নাটোরের মো. লাল চাঁদ মণ্ডল (৬০), শেরপুর জেলা সদরের এস এম আবদুল হক (৬৩) ও চট্টগ্রাম মহানগরীর ডেপুটি বাড়ির সুলতান আহমদ (৬৩)।

এদিকে চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ৬ জন নারী ও ৩৪ জন পুরুষ।

প্রসঙ্গত, এবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১,২৬,৭৯৮ জন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ২৫ সেপ্টেম্বর।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হজযাত্রী,সৌদি আরব,বাংলাদেশি হজযাত্রী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close