reporterঅনলাইন ডেস্ক
  ১১ ডিসেম্বর, ২০১৮

পরীমনির ‘প্রীতি’

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’-এর পর এবার ‘প্রীতি’ নামের ওয়েব স্বল্পদৈর্ঘ্য ছবির মাধ্যমে হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়িকা পরীমনি। তবে অনেকের প্রশ্ন, এটিও কি আগের মতো প্রশংসিত হবে? আর এই প্রশ্নে উত্তর জানা যাবে ১৩ ডিসেম্বর। কারণ সেদিনই অনলাইন প্ল্যাটফরম বায়োস্কোপ অরিজিনালসের অবমুক্ত হবে এটি।

গত রোববার অনলাইনে প্রকাশ করা হয়েছে চলচ্চিত্রটির পোস্টার ও টিজার। বায়োস্কোপ অরিজিনালসের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এসেছে এগুলো। পোস্টারে যেমন একাই হাজির হয়েছেন পরী; টিজারে প্রায় তা-ই। মাত্র কয়েক সেকেন্ডের টিজারে দেখা যায় অগ্নিমূর্তি পরীমনিকে। আলফা আই মিডিয়া প্রোডাকশনস লিমিটেডের ব্যানারে নির্মাণ এই ওয়েব ফিকশনের দৈর্ঘ্য ৩৭ মিনিট।

পরীমনি বলেন, ‘প্রীতি চলচ্চিত্রের গল্পে রয়েছে রহস্যঘেরা এক রোমাঞ্চকর কাহিনি। এতে আমি অভিনয় করেছি প্রীতি নামের একজন ক্রাইম রিপোর্টারের ভূমিকায়। যে একদিন এক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে। এই চরিত্রটির মধ্যে বেশ কয়েকটি শেড আছে। আর সেলিম ভাইয়ের সঙ্গে কাজের আনন্দটাই আলাদা।’

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘প্রীতি একজন ক্রাইম রিপোর্টার। কিন্তু সমাজের অনেক অপরাধের ঘটনা সে প্রকাশ করতে পারে না। কারণ সে মেয়ে। কিন্তু প্রীতি হাল ছাড়ে না। দৃঢ় মনোবল নিয়ে সে এগিয়ে যায়।’

শাহরিয়ার শাকিল প্রযোজিত এই ছবিতে আরো অভিনয় করেছেন শ্যামল মাওলা, সূচনা আজাদ, শহীদুল আলম সাচ্চু, রহমত আলী, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, কালিন্দী কণা, আমিরুল ইসলামসহ অনেকে। প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, ১৩ ডিসেম্বর এটি বায়োস্কোপ অরিজিনালসে মুক্তি দেওয়া হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরীমনি,স্বল্পদৈর্ঘ্য ছবি,প্রীতি,গিয়াস উদ্দিন সেলিম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close