বিনোদন প্রতিবেদক

  ১৮ মার্চ, ২০১৮

‘পোস্টার দেখে ছবি বিচার করা ঠিক নয়’

প্রকাশ পেয়েছে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবির পোস্টার। কিন্তু প্রকাশের পরই পোস্টারটি নিয়ে শুরু নানা সমালোচনা। এমনকি এই ছবিতে অভিনয় করা অভিনেতা আরিফিন শুভও পোস্টারটি পছন্দ করেননি। তবে ছবি নিয়ে প্রচণ্ড আশাবাদী এই নায়ক। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৩ এপ্রিল।

কলকাতার ঋতুপর্ণা এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন। ছবিটি নিয়ে শুভ আরো বলেন, একটি সিনেমার গল্প ছবিটি দেখলে আমাদের ইন্ডাস্ট্রির অনেক শিল্পী নিজেদের খুঁজে পাবেন। এখানে পাড়ার মস্তান, কলেজপড়ুয়া প্রেমের কাহিনী নয়। এখানেই গল্পের একটা নতুনত্ব আছে। যেটাকে আমরা বিনোদনের মাধ্যমে উপস্থাপনের চেষ্টা করেছি। এতে করে সাধারণ দর্শকও ছবিটি উপভোগ করবেন।

অন্যদিকে শুভ অভিনীত ‘বালিঘর’ ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ২০ মার্চ। কলকাতায় শুরু হয়ে এ ছবির শুটিং চলবে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। ছবিটি পরিচালনা করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা অরিন্দম শীল। কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে এই ছবিটি। বাংলাদেশের ‘বেঙ্গল ক্রিয়েশন’ ও কলকাতার ‘নাথিং বেয়ন্ড সিনেমা’র যৌথ প্রযোজনায় নির্মাণ হতে যাচ্ছে ‘বালিঘর’।

এদিকে কলকাতার লোকাল প্রডাকশনের ছবি আহারে তে অভিনয় করছেন শুভ। রঞ্জন মিত্র পরিচালিত এই ছবির শুটিং এরই মধ্যে ৫০ শর্তাংশ শেষ। শুভ বললেন, বাকি কাজ হবে আগামী মে মাসে, কলকাতা ও ঢাকাতে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
একটি সিনেমার গল্প,আরিফিন শুভ,ঋতুপর্ণা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist